বাংলাদেশে একদিন বিমান, হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরস্থ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
শেখ হাসিনা বলেন, ইনশাআল্লাহ, একদিন আমরা গবেষণার মাধ্যমে আমাদের দেশে বিমান, হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরি করতে পারব। আমি এটা বিশ্বাস করি। আমরা এখন থেকে প্রশিক্ষণ দিতে চাই এবং সেই অনুযায়ী গবেষণা পরিচালনা করতে চাই।
তিনি বলেন, বর্তমান সরকার মহাকাশ গবেষণা, বিমান বাহিনীর উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচল সেক্টরকে যুগোপযোগী করার লক্ষ্যে লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, আমরা মহাকাশ গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি।
প্রধানমন্ত্রী ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিশেষ করে গত ১৩ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। খবর: ইউএনবি