এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার বেড়েছে। ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৯০৯ জন।
গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বোর্ডে এ বছর এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। রাজশাহীতে মোট ২৬৮টি কেন্দ্রে এসএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে।
শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।