রিজেন্ট কেলেঙ্কারিতে আলোচিত মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে
রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দীর্ঘ তদন্ত শেষে দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
পরে আজ বুধবার দুদকের বৈঠকে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।
দুদক সূত্রে জানা গেছে, এ মামলার তদন্তে কমিশন নিশ্চিত হয় যে মো. সাহেদ নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করে বৈধ আয়ের উৎস–বহির্ভূত ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকার অস্থাবর সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন।
এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর এক নোটিশে দুদক সাহেদকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলে। কিন্তু তিনি নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা দেননি। পরবর্তী সময়ে তাকে আরও ১৫ কার্যদিবস সময় বাড়িয়ে দেওয়া হয়। এরপরও বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর মো. সাহেদের বিরুদ্ধে চলতি বছরের ১ জানুয়ারি মামলা করে দুদক।