বৈদ্যুতিক গাড়ি বানাচ্ছে সনি বৈদ্যুতিক গাড়ি বানাচ্ছে সনি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বৈদ্যুতিক গাড়ি বানাচ্ছে সনি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ পাঠক

এ বছরের সিইএস মেলায় সম্ভবত সবচেয়ে বড় চমকটি দেখালো সনি। প্রায় সব বড় প্রতিষ্ঠান যখন মেলায় শারীরিক উপস্থিতি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে, সনি সেখানে সাড়ম্বরে হাজির ছিল ভেনুতে। কেবল তাই নয়, চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও কেনিচিরো ইয়োশিদা হাজির হয়েছেন দুটি বিদ্যুচ্চালিত কনসেপ্ট গাড়ি নিয়ে।

হ্যাঁ, বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে আসছে সনি, নতুন একটি বিভাগও খুলেছে প্রতিষ্ঠানটি – ‘সনি মোবিলিটি ইনকর্পোরেটেড’।
গাড়ি নির্মাণের বিষয়ে সত্যি সত্যিই আন্তরিক সনি – শিরোনামে লিখেছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট সি’নেট। ওই শিরোনামের কারণ হচ্ছে, গেল বছর সিইএস মেলায় সনি কেবল টিজার ভিডিও দেখিয়েছিল, যেটি সত্যি সত্যিই গাড়ির বাজারে আসার বিষয়ে সে সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো নিশ্চয়তা দেয়নি।
এবার মঞ্চে চাক্ষুষ দেখা গেল ওই ভিডিওতে দেখানো ‘সনি ভিশন-এস’ সেডান। এর পাশাপাশি হাজির ছিল একেবারে আনকোড়া নতুন আরেক মডেল- সনি ভিশন-এস এস এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেইক্যাল) প্রোটোটাইপ।
ভিশন-এস দেখানোর পর আমরা যে উৎসাহ পেয়েছি তা আমাদের আরও বিবেচনা করতে উদ্যোগী করেছে। – মঞ্চে বলেন ইয়োশিদা।
তিনি আরও যোগ করেন, নতুন ভিশন-এস এস এসইউভি আমাদের ভিশন-এস সুরক্ষা, অভিযোজনযোগ্যতা এবং বিনোদনের ভিত্তির উপর নির্ভর করে তৈরি হয়েছে।
সুরক্ষা পর্যবেক্ষণের জন্য গাড়ির ভিতরে এবং বাইরে মোট ৪০টি সেন্সর ইনস্টল করা হয়েছে।
প্রতিটি ব্যবহারকারীর জন্য এর কেবিন কাস্টোমাইজ করা সম্ভব বলে জানান প্রতিষ্ঠান প্রধান। সেইসঙ্গে থাকবে গাড়ির ভেতরে ও ক্লাউড সংযোগের জন্য উচ্চ গতির ৫জি। থাকবে উচ্চ ক্ষমতা, এবং কম ল্যাটেন্সির সংযোগ।
ভিশন-এস হতে যাচ্ছে গেইমিং অভিজ্ঞতা এবং অডিও সহ একটি গতিশীল বিনোদন কেন্দ্র। – ইয়োশিদা বলেন।
আয়োজনে ‘সনি মোবিলিটি ইনকর্পোরেটেড’ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণাও দেন ইয়োশিদা। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ বলছে, এর মানে হচ্ছে, সনির গাড়ি আপনার হাতের নাগালে আসতে খুব বেশি সময় নেবে না’।
সুত্র: Techzoom

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD