তাড়াশে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা তাড়াশে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

তাড়াশে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১০১ পাঠক

সিরাজগঞ্জের তাড়াশে শীতের সাথে সাথে পাল্লা দিয়ে শিশুসহ নানান বয়সী মানুষ ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া রোগে বয়স্ক ও নিমোনিয়া রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তাড়াশ উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায়, শীত বাড়ার ফলে গত তিন সপ্তাহ যাবৎ হাসপাতালের বহির্বিভাগসহ প্রায় ৫শতাধিত শিশু ও বয়স্ক রোগীরা চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে প্রায় সাড়ে তিন শতাধিক ডায়রিয়া ও ৭০জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দেড় শতাধিক শিশু ও বয়স্ক রোগী।
হাসপাতালের কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, সাধারণত ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কারণ নেই। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে ডায়রিয়া ও নিউমোনিয়ায় রোগী বেড়েছে। এ ছাড়া শীত মৌসুমে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD