ব্যাটিং ব্যর্থতায় ভারতে হোয়াইটওয়াশড উইন্ডিজ ব্যাটিং ব্যর্থতায় ভারতে হোয়াইটওয়াশড উইন্ডিজ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ব্যাটিং ব্যর্থতায় ভারতে হোয়াইটওয়াশড উইন্ডিজ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১২ পাঠক

১৮৭ রানে ৬ উইকেট হারিয়ে তখন আবার কিছুটা চাপে ভারত। এরপর সপ্তম উইকেটে ৫১ বলে ৫৩ রানের জুটি উপহার দেন ওয়াশিংটন ও দিপক। ৩৪ বলে ২ চার ও একটি ছক্কায় ৩৩ রান করেন ওয়াশিংটন। ৩৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রান দিপকের।

শেষ বলে অলআউট হওয়া ভারত ২৫ রানের মধ্যে হারায় শেষ ৪ উইকেট। সবগুলোই নেন জেসন হোল্ডার।

রান তাড়ায় তিন ওভারে ১৯ রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই রানেই উদ্বোধনী জুটি ভাঙার পর পথ হারায় তারা।

শেই হোপকে এলবিডব্লিউ করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন সিরাজ। যদিও রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প মিস করত। রিভিউ নেননি ব্যাটসম্যান।

পরের ওভারে দারুণ দুটি আউট-সুইঙ্গারে ব্রান্ডন কিং ও শামার ব্রুকসকে বিদায় করেন দিপক। বিনা উইকেটে ১৯ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ৩ উইকেটে ২৫।

চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন ড্যারেন ব্রাভো ও নিকোলাস পুরান। প্রসিধের শরীর থেকে বাইরের বলে ড্রাইভ করে স্লিপে ক্যাচ দেন ব্রাভো (১৯)। এই পেসারের পরের ওভারে স্লিপেই ক্যাচ দেন হোল্ডার।

ফ্যাবিয়ান অ্যালেনকে টিকতে দেননি কুলদিপ। প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামা এই রিস্ট স্পিনার পরের ওভারে থামান পুরানের ৩৪ রানের ইনিংস।

তখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ক্যারিবিয়ানরা। স্মিথের ১৮ বলে ৩টি করে চার-ছক্কায় খেলা সর্বোচ্চ ৩৬ ও আরেক বোলার জোফেসের ২৯ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই কমে শুধু।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন শ্রেয়াস। তিন ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা প্রসিধ।

আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৬৫ (রোহিত ১৩, ধাওয়ান ১০, কোহলি ০, শ্রেয়াস ৮০, পান্ত ৫৬, সূর্যকুমার ৬, ওয়াশিংটন ৩৩, দিপক ৩৮, কুলদিপ ৫, সিরাজ ৪, প্রসিধ ০*; রোচ ৭-০-৩৯-০, জোসেফ ১০-১-৫৪-২, স্মিথ ৭-০-৩৬-১, হোল্ডার ৮-১-৩৪-৪, অ্যালেন ৮-০-৪২-১, ওয়ালশ ১০-০-৫৯-২)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৭.১ ওভারে ১৬৯ (হোপ ৫, কিং ১৪, ব্রাভো ১৯, ব্রুকস ০, পুরান ৩৪, হোল্ডার ৬, অ্যালেন ০, জোসেফ ২৯, স্মিথ ৩৬, ওয়ালশ ১৩, রোচ ০*; দিপক ৮-১-৪১-২, সিরাজ ৯-১-২৯-৩, প্রসিধ ৮.১-১-২৭-৩, কুলদিপ ৮-০-৫১-২, ওয়াশিংটন ৪-০-১৭-০)

ফল: ৯৬ রানে জয়ী ভারত

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ৩-০ তে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: শ্রেয়াস আইয়ার

ম্যান অব দা সিরিজ: প্রসিধ কৃষ্ণা

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD