আমেরিকার আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ আমেরিকার আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

আমেরিকার আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১১৯ পাঠক

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজের কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশসীমার ভেতর ব্যক্তিগত বা বাণিজ্যিক ভাবে চালিত সকল রুশ বিমান চলাচল নিষিদ্ধ।
ইউক্রেনে আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রের আকাশপথও বন্ধ করা হয়েছে রাশিয়ার বিমানের জন্য।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার কোনো বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ার পর আমেরিকার কাছ থেকেও এ ধরনের পদক্ষেপ এলো।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, এ নিষেধাজ্ঞা রাশিয়াকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির ওপর চাপ তৈরি করবে।
রাশিয়ার মুদ্রা রুবল ৩০ শতাংশ এবং শেয়ারবাজার ৪০ শতাংশ মূল্য হারিয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন।
ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান।
বাইডেন বলেন, পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে; কিন্তু তারা কখনই ইউক্রেনের জনগণের হৃদয় জয় করতে পারবে না।
এদিকে রাশিয়ার সরকার উল্টো তাদের জবাব দিতে তাদের আকাশসীমায় ৩৬টা দেশের বিমান প্রবেশ নিষিদ্ধ করেছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD