পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলা ক্ষমার অযোগ্য: ক্রেমলিন পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলা ক্ষমার অযোগ্য: ক্রেমলিন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলা ক্ষমার অযোগ্য: ক্রেমলিন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১১৩ পাঠক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রেমলিন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই প্রথম এমন ভাষা ব্যবহার করলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস প্রেস সচিব জেন সাকি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সঠিক মন্তব্যই করেছেন। তিনি হৃদয় থেকেই এ কথা বলেছেন।
ক্রেমলিন বলেছে, বাইডেনের এই বক্তৃতা অমার্জনীয় ।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা মনে করি একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। যাদের বোমায় বিশ্বজুড়ে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ করছেন পুতিন। তিনি একজন যুদ্ধাপরাধী।
এর আগে মঙ্গলবারই (১৫ মার্চ) পুতিনকে ‘যুদ্ধাপরাধ’ হিসাবে আখ্যায়িত করে একটি নিন্দা প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। এ সময় কংগ্রেসের সব সদস্য ঐক্যবদ্ধভাবে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।  সিনেটে ওই নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।  উভয়পক্ষের সিনেট সদস্যরা তা সমর্থন করেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD