বন্যায় ভেঙেছে সেতু, নেত্রকোণা-মোহনগঞ্জ রেল বন্ধ বন্যায় ভেঙেছে সেতু, নেত্রকোণা-মোহনগঞ্জ রেল বন্ধ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১১ মে ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বন্যায় ভেঙেছে সেতু, নেত্রকোণা-মোহনগঞ্জ রেল বন্ধ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮৮ পাঠক

বন্যায় নেত্রকোনার মোহনগঞ্জে একটি রেলসেতু ভেঙে পড়ায় নেত্রকোনা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার দুপুরে বারোহাট্টা রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, বন্যার পানিতে শুক্রবার রাতে মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ২৩ নম্বর রেলব্রিজ ভেঙে পড়েছে। এতে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে নেত্রকোনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরও জানান, আন্তনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’ মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। এদিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েছে।
এ ব্যাপারে মোহনগঞ্জ স্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ জানান, হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জে আটকা পড়েছে। রেলব্রিজটির নিচে পানির তীব্র স্রোত থাকায় ব্রিজটি মেরামত করতে সময় লাগবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোহনগঞ্জের সঙ্গে ময়মনসিংহ ও ঢাকাসহ অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বলে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন।
নেত্রকোনা জেলার ছয়টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ৩৬ সেমি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD