বন্যার পানি কমলেও বাড়ছে পানিবাহিত রোগ বন্যার পানি কমলেও বাড়ছে পানিবাহিত রোগ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বন্যার পানি কমলেও বাড়ছে পানিবাহিত রোগ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৯৪ পাঠক

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি নামছে। বাড়ছে ডায়রিয়া-চর্মরোগসহ নানা ধরনের পানিবাহিত রোগ। এ পর্যন্ত পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, বন্যার পর এ পর্যন্ত সিলেট জেলায় ২ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জ জেলায় ৩৮১ জন, হবিগঞ্জ জেলায় ৮০৪ জন ও মৌলভীবাজার জেলায় ৫৬১ জন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২৭৩ জনই ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জ জেলায় ১১৩ জন, হবিগঞ্জ জেলায় ৭২ জন ও মৌলভীবাজার জেলায় ৪১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চর্মরোগে আক্রান্ত হয়েছেন ৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ২১ জন ও মৌলভীবাজার জেলায় ২৬ জন চর্মরোগে আক্রান্ত হন। চোখের প্রদাহ হয়েছে ১০ জনের। তাদের মধ্যে সিলেট জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৩ জন ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। অন্যান্য রোগে আক্রান্তের সংখ্যা ৯৭ জন। এর মধ্যে সিলেট জেলার ২১ জন, হবিগঞ্জ জেলার ৭০ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন।
স্বাস্থ্য সিলেট বিভাগের বিভাগীয় সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরে আলম শামীম বলেন, বন্যার পানি কমার সাথে সাথে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে ৪৩০টি মেডিক্যাল টিম কাজ করছে। আক্রান্ত রোগীদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত পরিমাণে ঔষধ আমাদের কাছে আছে।
স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। পানি বাহিত রোগের পাশাপাশি চোখের প্রদাহ দেখা দিতে পারে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলা ও উপজেলা সদরে প্রয়োজনীয় ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD