ঈদ করতে হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন মালয়েশীয় বধূ ঈদ করতে হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন মালয়েশীয় বধূ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ঈদ করতে হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন মালয়েশীয় বধূ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৯১ পাঠক

চাঁদপুরের ফরিদগঞ্জে মা ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রবাসী ব্যবসায়ী সুমন বেপারি (৪০) তার মালয়েশিয়ান স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়ি এসেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাদের বহনকারী হেলিকপ্টারটি উপজেলা সদরস্থ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে।
সুমন বেপারির বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে।
জানতে চাইলে সুমন বেপারি জানান, ঈদের সময় দেশের সড়ক- মহাসড়কে জ্যাম লেগেই থাকে। তাই সময় বাঁচাতে ও ঝামেলা এড়াতে স্বল্প সময়ে (২০-২৫ মিনিটে) তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে হেলিকপ্টারযোগে বাড়ি এসেছেন।
তিনি আরও বলেন, এর আগে সকাল ৬টায় তারা মালয়েশিয়ার একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
স্বজনেরা জানান, চির্কা গ্রামের মজিবুল হক বেপারির ছেলে সুমন ২০০৭ সালে মালেয়শিয়া যান। ৯ বছর আগে তার সঙ্গে সে দেশের মেয়ে নুর-ইনা লিজার পরিচয় হয়। পরে বন্ধুত্ব এবং এর লিজাকে বিয়ে করেন সুমন। বর্তমানে এই দম্পতির ঘরে সুফিয়া সাফরিনা (৮), আরাফাত (৪) এবং আরমান নামে আড়াই বছরের সন্তান রয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মা, বোনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে এবং ঈদ আনন্দ উপভোগ করতে সস্ত্রীক তিনি বাংলাদেশে আসেন।
এদিকে ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের পেয়ে ঈদ আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে সুমনের মা ফাতেমা বেগমের। নাতি-নাতনিদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুমনের মা।
তিনি বলেন, আমার ছেলে সুমন এক সময় কষ্ট করেছে সেই দেশে। বর্তমানে তারা সুখে রয়েছেন।
সুমনের বোন সালমা বেগম বলেন, আজ আমাদের আনন্দের দিন। আমাদের আদরের ভাই, স্ত্রী, সন্তানসহ আমাদের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি এসেছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD