পরী হয়ে আসছেন পূজা পরী হয়ে আসছেন পূজা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন

পরী হয়ে আসছেন পূজা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৮ পাঠক

পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে।

কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা।

কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? এমন রহস্য নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পরী’।

মাহমুদুর রহমান হিমি নির্মিত ওয়েব ফিল্মটিতে পরীর চরিত্রের অভিনয় করেছেন পূজা চেরী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা জোভান আহমেদ। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির ফাস্ট লুক পোস্টার।

হিউম্যান ট্রাফিকিং নিয়ে ওয়েব ফিল্মটির গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকা অর্থাৎ সুপারস্টার চরিত্রে।

রায়হান খানের চিত্রনাট্যে জোভান-পূজা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েবফিল্মটি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Categories

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD