ছাঁটাই কর্মীদের টার্গেট করে লিংকডইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন ছাঁটাই কর্মীদের টার্গেট করে লিংকডইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

ছাঁটাই কর্মীদের টার্গেট করে লিংকডইনে ভুয়া চাকরির বিজ্ঞাপন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৮ পাঠক
লিংকডইনে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। পেশাজীবীদের এই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকদের টার্গেটে প্রযুক্তি খাতে ব্যাপক হারে ছাঁটাই হওয়া কর্মীরা।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতারকেরা ভুয়া চাকরির বিজ্ঞাপন দিচ্ছে। লিংকডইনের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অস্কার রদ্রিগেজ অবশ্য বিষয়টি স্বীকার করেছেন।

ভুয়া অ্যাকাউন্টের অভিযোগ ওঠায় লিংকডইন সম্প্রতি প্রায় কোটিখানেক ভুয়া অ্যাকাউন্ট ব্লক করার চেষ্টা করেছে। জেডস্কেলারের
এক প্রতিবেদনে বলা হয়, প্রতারকরা চাকরিপ্রার্থীদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করছিল।

জেডস্ক্যালারের নিরাপত্তা গবেষণার ভাইস প্রেসিডেন্ট দীপেন দেশাই বলেন, প্রতারকেরা সাক্ষাৎকার নিতে কোম্পানির প্রকৃত নিয়োগকারীর ছবিসহ ভুয়া স্কাইপ প্রোফাইলও তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারকেরা প্রোফাইল ছবি তৈরি করছে বলে মানুষ সহজেই প্রতারিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) সম্প্রতি বলেছে, ২০২২ সালে ৯২ হাজারের বেশি চাকরি এবং ব্যবসাসম্পর্কিত প্রতারণার ঘটনায় প্রায় ৩৬ কোটি ৭০ মিলিয়ন ডলার চুরি হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Categories

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD