উড়োজাহাজের ককপিটে কফি পানের দায়ে বিপাকে দুই পাইলট উড়োজাহাজের ককপিটে কফি পানের দায়ে বিপাকে দুই পাইলট – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

উড়োজাহাজের ককপিটে কফি পানের দায়ে বিপাকে দুই পাইলট

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৩ পাঠক

ভারতে স্পাইসজেট এয়ারলাইন্সের উড়োজাহাজের ককপিটে কফি পান ও পেস্ট্রি খাওয়ার অভিযোগে দুই পাইলট বিপাকে পড়েছেন। খবর সিএনএন।

একটি ছবিতে দেখা যায়, ককপিটের ভেতরে নিয়ন্ত্রক লিভারের পাশে এয়ারলাইন্সের লোগোধারী একটি খোলা কাপে বিপজ্জনকভাবে কফি রাখা রয়েছে। এই ছবিটি ভারতে এবং অনলাইনে এভিয়েশন কমিউনিটির কাছে বেশ সমালোচিত হয়েছে।

ছবিতে অবশ্য পাইলটের চেহারা দেখা যায়নি। কফি কাপের পাশেই হাতে এবং একটি টিস্যু পেপারে ছিল পেস্ট্রি, যা সাধারণত সনাতন উৎসব হোলিতে খাওয়া হয়। এই উৎসব ছিল ৮ মার্চ।

স্পাইসজেটের মুখপাত্র শুক্রবার সিএনএনকে বলেন, দুই পাইলটকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, ককপিটে খাবার খাওয়ার বিষয়ে স্পাইসজেটের কঠোর নীতি রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Categories

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD