ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও শারীরিক শিক্ষা কেন্দ্রে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
চলবে বিকাল ৫টা পর্যন্ত। সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা ভোটারদের নিজেদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করছেন। সেই সঙ্গে নিজের প্রচারপত্র বিলি করছেন।
ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বাংলানিউজকে বলেন, আজকে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ইতোপূর্বে ঢাকার বাইরের কেন্দ্রগুলোর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল (রোববার) ফলাফল প্রকাশ করা হবে।
গত ৪, ১১ এবং ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার (আওয়ামীপন্থী) গণতান্ত্রিক ঐক্য পরিষদ তাদের ২৫ জনের প্যানেল অংশ নিচ্ছে। বিএনপি-জামায়াতপন্থীরা নির্বাচন বর্জন করেছে। এছাড়া টিম অপরাজেয় ব্যানারে ৯ জন প্রার্থী হয়েছেন।
আওয়ামীপন্থী গণতান্ত্রিক প্যানেলের প্রার্থীরা হলেন- অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক আশফাক হোসেন, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, এইচ. এম. বদিউজ্জামান, এস এম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, নিজাম চোধুরী, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।
টিম অপরাজেয় প্যানেলের প্রার্থীরা হলেন- ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ, জাকির হোসেন খান, মোখলেসুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, ড. মো. নেয়ামুল ইসলাম, শেখ ইয়ার আহমেদ (পিয়ারু), শেখ গোলাম মাহমুদ, শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সৈয়দ এ মুমেন।
আর স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আবু জাফর মোহাম্মদ মহিউদ্দীন, উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, এ.কে.এম রফিকুন্নবী, এ.বি.এম ফজলুর করীম, কাজী মো. খায়রুল বাসার, কাজী মো. বরকত আলী, মুহাম্মদ আসাদ মিয়া, মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ মুয়াযযম হোসাইন, মুহাম্মদ শরীফুল ইসলাম, মুহাম্মাদ খলিলুর রহমান, মোহাম্মদ আবদুল অদুদ, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ মাসুদুর রহমান, মো. আতিয়ার রহমান, মো. আব্দুল হান্নান, আব্দুল বাসেত খান, আব্দুল মতিন খান, আব্দুল মান্নান, আমজাদ হোসেন খান, মো. আহসান হাবীব, মো. ইউসুফ আলী, মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, মো. নাজিম উদ্দিন, মো. নূর নবী, নূরুল হুদা, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, শফিকুল আলম হেলাল, শহীদুল ইসলাম, শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবিকুন্নাহার, সৈয়দ ইরফান, হাবিবা আখতার চৌধুরী।