২৫ মার্চ গণহত্যা দিবসে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন ২৫ মার্চ গণহত্যা দিবসে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

২৫ মার্চ গণহত্যা দিবসে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮২ পাঠক

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বান্দরবানে জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে রাজারমাঠ থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

পরে মিছিলটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি অং ছাইং উ পুলু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ বান্দরবান জেলা ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সবাই প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন এবং ২৫ মার্চ ভয়াল রাতে গণহত্যার শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD