ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:১২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৩ পাঠক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মুন্না হাসান (৩৫) ও নুর মোহাম্মদ (৩৪) নামে দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ মে) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ডায়বেটিকস মোড় সংলগ্ন সুন্দরপুর আদিবাসী এলাকার আদিবাসী আমিন মার্ডির বাড়িতে ডিবি পরিচয়ে অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করে স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মুন্না হাসান দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার ইউসুফ খলিফার ছেলে ও নুর মোহাম্মদ একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, সুন্দরপুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়িতে ডিবি পরিচয়ে দুইজন অভিযান চালায়। এ সময়ে তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে বলে ১৮ হাজার টাকা নেন। ওই সময় কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটকে রেখে থানা পুলিশকে অবগত করেন স্থানীয়রা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় দানকারী ওই দুইজন ভুয়া ডিবিকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তারা পুলিশের সদস্য না হয়েও পুলিশের পরিচয় দিয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Categories

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD