মেসিকে নিয়েই এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা মেসিকে নিয়েই এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মেসিকে নিয়েই এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৫ পাঠক

কাতার বিশ্বকাপ জেতার পরপরই জাতীয় দল থেকে অবসর নেবেন লিওনেল মেসি— এমন ধারণা ছিল অনেকেরই। তবে বিশ্বকাপ জয়ের পর অবসরের গুঞ্জন উড়িয়ে দেন মেসি নিজেই।

গত মার্চে বিশ্বচ্যাম্পিয়ন তকমায় আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। এবার আগামী জুনে এশিয়া সফরেও ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তবে বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন ফুটবলারই বাদ পড়েছেন এবার, সেই সঙ্গে চমকও আছে। অভিষেকের অপেক্ষায় থাকা আলেহান্দ্রো গারনাচো দলে ফিরেছেন আবার। এছাড়া স্কালোনির দলে ডাক পেয়েছেন ওয়ালতার বেনিতেস, লেনার্দো বালেরদি, ফাকুন্দা মেদিনা ও দিয়েগো সিমিওনের ছেলে হিওভানি সিমিওনে।

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। ইনজুরির কারণে সুযোগ পাননি লিসান্দ্রো মার্তিনেস ও পাওলো দিবালা। বাদ পড়েছেন লাওতারো মার্তিনেসও। গোড়ালির অস্ত্রপচার করবেন বলে আগে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।

চীনে আগামী ১৫ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তাদের হারিয়েই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন মেসিরা। এরপর আগামী ১৯ জুন তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ম্যাচটি  হবে অবশ্য ইন্দোনেশিয়ার মাটিতে।

এই দুটি প্রীতি ম্যাচ খেলার পর আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ যাত্রা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুইয়ি (আয়াক্স), ওয়ালতার বেনিতেস (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মতিয়েল (সেভিয়া), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লেনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দা মেদিনা (লঁস), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), মার্কোস আকুনিয়া (সেভিয়া)।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (ইউভেন্তুস), এনসো ফের্নান্দেস (চেলসি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস মাক আলিস্তার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল দি মারিয়া (ইউভেন্তুস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), হিওভানি সিমেওনে (নাপোলি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা)।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD