আব্দুল্লাহপুর থেকে শুরু বিএনপির পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু বিএনপির পদযাত্রা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

আব্দুল্লাহপুর থেকে শুরু বিএনপির পদযাত্রা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭৯ পাঠক

এক দফা দাবি আদায়ে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে আজ টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করবে। ইতোমধ্যে আব্দুল্লাহপুরের পলওয়েল কারনেশনের সামনে থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপর আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করে।

রামপুরা ব্রিজে পদযাত্রায় যুক্ত হবে মহানগর দক্ষিণ বিএনপি। এদিকে কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় শেষ হবে।

এর আগে, বুধবার (১৯ জুলাই) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আব্দুল্লাহপুরে জোড়ো হন বিএনপি নেতা-কর্মীরা। তাদের সবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড ফেস্টুন দেখা গেছে। অনেকেই ধানের ছড়া হাতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে আব্দুল্লাহপুর-বিমানবন্দর সড়কের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পোশাকে, সাদা পোশকে নজরদারি করছেন পুলিশের গোয়েন্দা সদস্যরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, পদযাত্রায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD