এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯৫ পাঠক

এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা ছিল, ৩১ আগস্ট থেকে এশিয়া কাপের আসর শুরু করার। কিন্তু তাদের প্রকাশ করা সূচিতে নির্ধারিত সময়ের একদিন আগে খেলার শুরুর তারিখ উল্লেখ করা হয়েছে। যদিও খসড়া সূচিতে বাংলাদেশের ম্যাচ রাখা হয়েছিল ৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। কিন্তু চূড়ান্ত সূচিতে তারিখের পাশাপাশি প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষও বদলে গেছে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।

সূচি অনুযায়ী, ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ তথা ভারত-পাকিস্তান লড়াইয়ের দেখা মিলবে ২ সেপ্টেম্বর, ভেন্যু শ্রীলঙ্কার ক্যান্ডি। দুই দল যদি সুপার ফোর পর্বে উঠতে পারে, তাহলে পরের ম্যাচটি হবে কলম্বোতে। মুলতান ছাড়া পাকিস্তানের লাহোরেও হবে ম্যাচ। আসর মোট ৩টি ম্যাচ হবে এই ভেন্যুতে। তবে ভারতের সব ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে। ১৭ সেপ্টেম্বর ফাইনালের ভেন্যুও শ্রীলঙ্কার কলম্বো।

এর আগে এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর প্রস্তাবিত খসড়া সূচি নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কারণ ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। পরে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পিসিবি।

অনেক আলোচনার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতির পর ছয় দলের এই টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল অনুমোদন দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিবি)। যে মডেল অনুযায়ী, পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আসর আয়োজন করবে। ভারতের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

এশিয়া কাপে মোট ম্যাচ হবে ১৩টি। মূল খসড়া অনুযায়ী, একটি শহরেই মোট চারটি ম্যাচ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। তবে চূড়ান্ত সূচিতে লাহোরের পাশাপাশি মুলতানের নাম যুক্ত হয়েছে।

গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান এবং নেপাল। আর গ্রুপ ‘বি’-তে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোর পর্বে। এই পর্বের সেরা দুই দল খেলবে ফাইনালে। এবারের আসর হবে ওয়ানডে ফরম্যাটে। মূলত ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার ২০ ওভারের বদলে ৫০ ওভারের ফরম্যাটে হবে টুর্নামেন্ট। নেপাল ছাড়া বাকি পাঁচ দলই ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে।

এশিয়া কাপের চূড়ান্ত সূচি:

গ্রুপ-এ                                                                      গ্রুপ-বি
পাকিস্তান, ভারত ও নেপাল                         বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান

তারিখ                                 ম্যাচ                                              ভেন্যু
৩০ আগস্ট                  পাকিস্তান-নেপাল                                   মুলতান
৩১ আগস্ট                   বাংলাদেশ-শ্রীলঙ্কা                                  ক্যান্ডি
২ সেপ্টেম্বর                  পাকিস্তান-ভারত                                    ক্যান্ডি
৩ সেপ্টেম্বর                 বাংলাদেশ-আফগানিস্তান                        লাহোর
৪ সেপ্টেম্বর                  ভারত-নেপাল                                        ক্যান্ডি
৫ সেপ্টেম্বর                 আফগানিস্তান-শ্রীলঙ্কা                            লাহোর

সুপার-ফোর

৬ সেপ্টেম্বর                  এ১-বি২                                              লাহোর
৯ সেপ্টেম্বর                   বি১-বি২                                             কলম্বো
১০ সেপ্টেম্বর                 এ১-এ২                                              কলম্বো
১২ সেপ্টেম্বর                এ২-বি১                                              কলম্বো
১৪ সেপ্টেম্বর                 এ১-বি১                                              কলম্বো
১৫ সেপ্টেম্বর                এ২-বি২                                              কলম্বো

ফাইনাল

১৭ সেপ্টেম্বর             সুপার ফোর ১-২                                     কলম্বো

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD