২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৮৪ পাঠক

যদিও টিকিট ছাড়ার দিন ঘোষণা করেছে তারা। আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে টিকিট। সেজন্য ১৫ আগস্ট থেকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

২৫ আগস্ট থেকে ভারত বাদে সকল দলের প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে। ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে ধাপে ধাপে। টিকিট ছাড়ার ঘোষণায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেছেন, ‘২০২৩ সালের আইসিসি পুরুষ বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন—এ ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। পরিবর্তনের পর সূচি চূড়ান্ত হয়েছে, এখন সমর্থকেরা টিকিট কেনার অপেক্ষায় থাকতে পারবেন উচ্চমানের ক্রিকেট দেখতে। সব ভেন্যুতে যাতে আপনাদের আনন্দময় অভিজ্ঞতা হয়, সেটি নিশ্চিত করতে সব পদক্ষেপই নেবে বিসিসিআই। ’

আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে। ’

এদিকে আসরের শুরুর ১০০ দিন আগে সূচি ঘোষণা করে আইসিসি। কিন্তু গতকাল ৯টি ম্যাচের সুচিতে পরিবর্তন আনা হয়।

টিকিট ছাড়ার দিনগুলো—

তারিখ টিকিট
২৫ আগস্ট ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট গুয়াহাটি ও ত্রিবান্দ্রামে ভারতের ম্যাচ
৩১ আগস্ট চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচ
১ সেপ্টেম্বর ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
২ সেপ্টেম্বর বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচ
৩ সেপ্টেম্বর আহমেদাবাদে ভারতের ম্যাচ
১৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD