যে করেই হোক জিততে চায় আবাহনী যে করেই হোক জিততে চায় আবাহনী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১১ মে ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

যে করেই হোক জিততে চায় আবাহনী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৪ পাঠক

এএফসি কাপের প্লে অফ ম্যাচে আগামীকাল (১৬ আগস্ট) বুধবার মালদ্বীপের ক্লাব ঈগলসের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। এই ম্যাচে জয় বিকল্প কিছু ভাবছেন না আবাহনীর কোচ মারিও লেমোস।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ লেমোস বলেন, ‘আমি যে করেই হোক জিততে চাই। আমি খেলোয়াড়দের বলেছি, ১-০ নাকি ৫-৪ সেটা বিষয় না, জয় নিয়ে পরের পর্বে যাওয়াটাই বড় ব্যাপার। কোচ হিসেবে আমি অনেক বেশি গোল নিয়ে, অনেক কম গোল হজম করে জিততে চাইব। কিন্তু ব্যবধানটা যেমনই হোক, জয়টাই দিনশেষে মুখ্য। ’

ম্যাচের আগে বৈরি আবহাওয়া ভাবাচ্ছে আবাহনীকে। ম্যাচের দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খেলা কঠিন হতে পারে। তবে সবধরনের প্রস্তুতি নিয়ে এসেছেন বলে জানিয়েছেন লেমোস। তিনি বলেন, ‘এই ধরনের মাঠ, আবহাওয়া আমাদের জন্য সুবিধার হতে পারে। দিনশেষে খেলাটা বাংলাদেশে, আমরা নিজেদের ঘরের মাঠে খেলছি। এক মৌসুম আগে এই ভেন্যুটা আমাদের হোম ছিল, এখানে এসে তাই মনে হচ্ছে আমরা ঘরের মাঠেই চলে এসেছি। ’

‘এটা তো আউটডোর খেলা। এটাই আমাদের খেলাটার সৌন্দর্য্য যেখানে আমরা সব ধরনের পরিস্থিতিতে খেলতে পারি। বাংলাদেশে আমরা তীব্র গরমে খেলি. এখন যেমন বৃষ্টি হচ্ছে, এখন খেলছি. এখানে তুষারপাত হয় না, কিন্তু ইউরোপে হয়। তো খেলাটার সৌন্দর্য্যই হলো, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। বৃষ্টি হোক বা না হোক, ম্যাচটা খেলতেই হবে। বৃষ্টি হলে খেলাটা সুন্দর হবে না হয়তো, কিন্তু যে করেই হোক জিততে আমাদের হবেই। আমাদের লক্ষ্যও সেটাই, কাল জিতে পরের পর্বে যাওয়া,’ যোগ করেন তিনি।

মালদ্বীপের ক্লাব ঈগলস গত শুক্রবার থেকে সিলেটে অনুশীলন করছে। তবে আবাহনী সিলেটে অনুশীলন শুরু করেছে গত সোমবার থেকে। ইচ্ছা করেই দেরিতে সিলেটে গেছেন বলে জানিয়েছেন আবাহনী কোচ। তিনি বলেন, ‘ৎআমরা আগেও আসতে পারতাম। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমরা এখানে এলে কৃত্রিম টার্ফে অনুশীলন করতে হতো। ম্যাচে তো আমরা কৃত্রিম মাঠে খেলব না! আমরা গতকাল এসে কৃত্রিম টার্ফে অনুশীলন করেছি, কিন্তু ম্যাচের পরিস্থিতিটা তো এমন হবে না যে, ম্যাচে আমরা খেলব ঘাসের পিচে। তো এর কাছাকাছি মাঠ তো আমাদের আবাহনীর মাঠই। ’

আবাহনী কোচ আরও বলেন, ‘ভালো মাঠ হোক কিংবা খানিকটা ভারি মাঠ, আমি চাই আমার দল যেন পুরোপুরি প্রস্তুত থাকে। ভারী মাঠেই যেহেতু খেলতে হবে, সেহেতু আমি ঢাকাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানে কঠিন পরিস্থিতিতে আমরা অনুশীলন করেছি, যেন আমাদের জন্য ম্যাচের পরিস্থিতিটা সহজ হয়ে যায়। সে কারণে পারলে আমি কাল সকালেই ম্যাচটা খেলতে সিলেটে আসতাম। ’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD