‘যার শুরু আছে, তার শেষও আছে’— রিয়াদকে নিয়ে বিসিবি পরিচালক ‘যার শুরু আছে, তার শেষও আছে’— রিয়াদকে নিয়ে বিসিবি পরিচালক – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১১ মে ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

‘যার শুরু আছে, তার শেষও আছে’— রিয়াদকে নিয়ে বিসিবি পরিচালক

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৮৩ পাঠক

তবে এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে ছাড়াই যে বিশ্বকাপের দল হবে, এটিও একরকম নিশ্চিত। শুক্রবার রিয়াদ ইস্যুতে কথা বলেছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। তিনি বলছেন, যার শুরু আছে, তার শেষও আছে।

টিটু বলেন, ‘রিয়াদের ব্যাপারটা আমাদের প্রধান নির্বাচক বলেছেন। ক্রিকেট বোর্ড আসলে কাজ করে এসেছে ক্রিকেটার তৈরি করা থেকে খেলানো নিয়ে। একদম জিরো লেভেল গ্রাউন্ড থেকে টপ লেভেল পর্যন্ত যেভাবে প্রসেসের মধ্যে চলে ক্রিকেট। সেই প্রসেসেরই অংশ হিসেবে সমস্ত কিছু নির্ধারণ করা হয়। ’

‘মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রে যেভাবে আলোচনায় আসছে, সেটা আসলে ওইভাবে আলোচনায় আসার মতো মনে হয় না। এই জন্য যে যার শুরু আছে, তার একটা সময় শেষ আছে। তো প্রত্যেকটা ক্রিকেটারেরই একটা সময় জাতীয় দলে অন্তর্ভূক্ত হয়, একটা সময় বাদ পড়ে। এটা একটা অবভিয়াস প্রসেসের মধ্যে দিয়ে যায়। ’

মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজের পর স্কোয়াডেও সুযোগ মেলেনি তার। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের ফেরার সম্ভাবনাও বেশ কম। তাকে তাই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিতে চাইছে বোর্ড, এমন আলোচনা আছে। এ নিয়েও কথা বলেছেন টিটু।

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী… কোনো ক্রিকেটার যদি এক বছর জাতীয় দলের বাইরে থাকে, তারপর তার চুক্তি ছয় মাস শেষ হলে নবায়ন না করার আমাদের সেই সিস্টেম যদি থেকে থাকে সেভাবে চলবে। ’

‘কারণ, আমি এভাবে বলতে চাই- হয়তো আপনি একটা দায়িত্বে আছেন, আপনি যদি এই দায়িত্বে না থাকেন অন্য একজন আসেন, তাহলে কতদিন চুক্তি নবায়ন করবে? নিয়মের মধ্যে থেকে আসলে সবকিছু যাবে। ক্রিকেট বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়মে সবকিছু হবে। ’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD