প্রায় ২ হাজার ফুট উঁচু থেকেও পড়েও বেঁচে গেলেন পর্বতারোহী প্রায় ২ হাজার ফুট উঁচু থেকেও পড়েও বেঁচে গেলেন পর্বতারোহী – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বুধবার, ২২ মে ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

প্রায় ২ হাজার ফুট উঁচু থেকেও পড়েও বেঁচে গেলেন পর্বতারোহী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ পাঠক

নিউজিল্যান্ডের এক পর্বতারোহী পাহাড়ের পাশ দিয়ে গড়িয়ে ৬০০ মিটার (১ হাজার ৯৬৮ ফুট) উঁচু স্থান থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন। তার অল্প চোট ছাড়া তেমন কিছুই হয়নি।

খবর বিবিসি।

পুলিশ বলছে, নর্থ আইল্যান্ডের মাউন্ট তারানাকি থেকে ওই পর্বতারোহী পড়ে যান। বসন্তকালীন আবহাওয়ায় বরফ কিছুটা নরম হয়ে থাকায় তিনি বেঁচে যান।

পুলিশ আরও বলছে, ওই পর্বতারোহী ব্যতিক্রমী ভাগ্যবান বলে বেঁচে গেছেন।

যে উচ্চতা থেকে তিনি পড়ে গেছেন, তা সৌদি আরবের মক্কা ক্লক রয়েল টাওয়ারের সম উচ্চতার। এই টাওয়ার বিশ্বের উঁচু ভবনগুলোর একটি।

এই উচ্চতা লন্ডনের শার্ড স্থাপনারও প্রায় দ্বিগুণ। শার্ডের উচ্চতা ৩০৯ মিটার।

গেল শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিনের মাঝামাঝি ওই পর্বতারোহী মাউন্ট তারানাকি থেকে পড়ে যান। তিনি একটি গ্রুপের হয়ে পর্বতারোহণ করছিলেন।

পুলিশ বলছে, সহ পর্বতারোহীকে পড়ে যেতে দেখে ওই গ্রুপের আরেক সদস্য নিচে নেমে তাকে শনাক্ত করেন।

তারানাকি অ্যালপাইন রেসকিউয়ের একজন সদস্যও সেদিন আরোহণ করেছিলেন। তিনি পড়ে যাওয়া আরোহীকে শনাক্ত করতে সাহায্য করেছিলেন।

নিউজিল্যান্ডের মাউন্টেইন সেফটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, মাউন্ট তারানাকি দেশটির অন্যতম ভয়াবহ পর্বত।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD