বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেওয়ার হুমকি সমাজকল্যাণ মন্ত্রীর বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেওয়ার হুমকি সমাজকল্যাণ মন্ত্রীর – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেওয়ার হুমকি সমাজকল্যাণ মন্ত্রীর

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮ পাঠক

নির্বাচনী জনসভায় বক্তব্যে ‘বাজে কথা’ বলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ নামে সাবেক এক চেয়ারম্যানের ঘাড় মটকে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে লালমনিরহাট-২ (আদিতমারি-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এ হুমকি দেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার ভুল্ল্যারহাটে আয়োজিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের নির্বাচনী জনসভায় মন্ত্রীকে ‘কটাক্ষ’ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। তিনি ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

ওই সাবেক চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার মন্ত্রী নিজের জনসভায় বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘ভুল্ল্যারহাটের জনসভায় গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে। তাকে সতর্ক করে দিচ্ছি, এ ধরনের বাজে কথা যদি আর কোনোদিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চিন না…। ’

ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ গত রোববার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মর্তুজা হানিফ বলেন, ‘১৯৯৬ সালে নুরুজ্জামান আহমেদ আমার কাছে তিন লাখ টাকা ধার নিলেও তা আজ পর্যন্ত পরিশোধ করেননি। এটা নিয়ে সিরাজুল হকের জনসভায় বক্তব্য দেওয়াটাই যেন আমার অপরাধ! বিষয়টি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ’

বিষয়টি নিয়ে নুরুজ্জামান আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গত রোববার রাতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা দাবি করেন, ‘জনসভায় মন্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন হানিফ। বিষয়টি জানতে পেরে হয়তো মন্ত্রী হুট করে কথাটি বলেছেন। ’

লালমনিরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, ‘গোলাম মর্তুজা হানিফকে লিখিতভাবে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD