নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন, মমতাজের সমর্থককে জরিমানা নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন, মমতাজের সমর্থককে জরিমানা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন, মমতাজের সমর্থককে জরিমানা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪ পাঠক

মানিকগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন করায় বাবুল হোসেন ভুট্টু নামে এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া ৬ নম্বর ওয়ার্ডে এই নির্বাচনী খিচুড়ির আয়োজন করা হয়।

নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা এবং আটশ প্যাকেট খাবার (খিচুড়ি) জব্দ করেন। জব্দকৃত খাবার  স্থানীয় এতিমখানা ও মাদরাসায় দেওয়ার জন্য সিংগাইর সমাজ সেবা অফিসে হস্তান্তর করেন। জরিমানা করা ব্যক্তি আঙ্গারীয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবুল হোসেন ভুট্টু।

জেলা রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মানিকগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এমপি মমতাজ বেগমের নির্বাচনী খাবার সরবরাহকারী বাবুলকে জরিমানা করা হয়েছে।

এসময় সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর কাইয়ূম ও সিংগাইর থানার এসআই তারেক হোসেন উপস্থিত ছিলেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD