ভূমিকম্পে জাপানে সরে গেছে উপকূলীয় সীমা ভূমিকম্পে জাপানে সরে গেছে উপকূলীয় সীমা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভূমিকম্পে জাপানে সরে গেছে উপকূলীয় সীমা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৪ পাঠক

বছরের প্রথম দিন ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। সেই ভূমিকম্পে নিহত হয়েছিল ২১৩ জন।

এই বিপর্যয়ে ২৬ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হয়েছিল। ১৫ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সে দিনের ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্র ঘেঁষে নতুন জমি জেগে উঠেছে। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল সীমা গিয়েছে। টকিয়ো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তরপশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত ১০টি স্থানে নতুন জমি জেগে ওঠার (কোস্টাল আপলিফ্ট) প্রমাণ পেয়েছেন তারা। খবর জাপানস টাইমস।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-র বিশেষ কৃত্রিম উপগ্রহ ‘অ্যাডভান্সড ল্যান্ড অবজারভিং স্যাটেলাইট-২’-এর পাঠানো ছবিতেও বিষয়টি ধরা পড়েছে।

অ্যাসোসিয়েশন অফ জাপানিজ জিওগ্রাফার প্রকাশিত একটি অনুমান অনুসারে নোটো উপদ্বীপের মোট ভূমির আয়তন ৪.৪ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।

জাপানি বিশেষজ্ঞরা বলেছেন, নববর্ষের দিনে আঘাত হানা ৭.৬ মাত্রার ভূমিকম্পটি ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপের সমুদ্রে তিন থকে চার হাজার বছর পুরোনো সক্রিয় ফাটলের চ্যুতির মাধ্যমে সৃষ্টি হয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD