ইরানে বিশ্রামরত সেনাদের ওপর গুলি চালালেন সেনা কর্মকর্তা, নিহত ৫ ইরানে বিশ্রামরত সেনাদের ওপর গুলি চালালেন সেনা কর্মকর্তা, নিহত ৫ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ইরানে বিশ্রামরত সেনাদের ওপর গুলি চালালেন সেনা কর্মকর্তা, নিহত ৫

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬ পাঠক

ইরানে সহকর্মী সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে ৫ জনকে হত্যা করেছেন এক সেনা কর্মকর্তা।

রোববার দেশটির দক্ষিণ-পূর্ব শহর কেরমানে এ ঘটনা ঘটে।

এ মাসের শুরুতে একই শহরে বোমা হামলায় ৯৪ জন নিহত হন।

ইরানের রাষ্ট্রীয় টিভি এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় টিভি বলেছে, সেনা ব্যারাকের ডরমেটরিতে বিশ্রামরত সেনা সদস্যদের ওপর গুলি চালায় ওই সেনা কর্মকর্তা। ওই সেনা কর্মকর্তার উদ্দেশ্য তাৎক্ষণিক বুঝে উঠার আগে ব্যারাকের ডরমেটরিতে বিশ্রামরত সেনাদের গুলি চালায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৮৩০ কিলোমিটার (৫১৫ মাইল) দূরে কেরমানে এ হামলার ঘটনা ঘটে।

কেরমানে এ মাসের শুরুতে একজন ইরানি জেনারেলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দুটি বোমার মারাত্মক বিস্ফোরণে ৯৪ জন নিহত এবং আরও কয়েকশ আহত হন।  ইরাকে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন  ওই ইরানি জেনারেল। ইসলামিক স্টেট গোষ্ঠী দায় স্বীকার করেছে।

ইরানে প্রায়ই সামরিক ঘাঁটিতে একই ধরনের গোলাগুলির ঘটনা ঘটে।

২০২২ সালে একজন সেনা সদস্য দেশের দক্ষিণে একটি রাস্তার পাশের পুলিশস্টেশনে হামলা চালিয়ে আরেক সেনা এবং তিন পুলিশ সদস্যকে হত্যা করে।

ইরানে ১৯ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য ২৪ মাস পর্যন্ত সামরিক ট্রেনিং বাধ্যতামূলক।

সূত্র: ভয়েস অব আমেরিকা

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD