ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ১০৪ ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ১০৪ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:০২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত ১০৪

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৩ পাঠক

গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে ত্রাণের আশায় ট্রাকের কাছে ছুটে আসা শতাধিক ফিলিস্তিনির ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং কমপক্ষে ৭০০ জন আহত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটি একটি ঠান্ডা মাথায় ‘গণহত্যা’ ছাড়া আর কিছুই নয়।

বেসামরিক নাগরিকদের রক্ষার একমাত্র উপায় হিসাবে যুদ্ধবিরতি জারির জন্য জরুরি হস্তক্ষেপ করতে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তারা।

ঘটনার বর্ণনা দিতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে আসেন। সেই সময় এই নির্বিচারে বেসামরিকদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD