কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৫ পাঠক

তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির ভোটগ্রহণ বুধবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর মিন্টুরোডে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিসিএস সদস্যরা ভোট দেবেন।

 

বিসিএস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটিতে সাতটি পরিচালক পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রো সান সিস্টেমস স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান, টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেকনো প্ল্যানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান, নেওয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এইচএম শাহ নেওয়াজ এবং এশিয়া কমের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল জলিল।

রংপুর শাখা কমিটির নির্বাচনে ১৪ জন এবং সিলেট শাখা কমিটি নির্বাচনে ১১ জন প্রার্থী থাকায় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি একই সময়ে বিসিএসের রংপুর ও সিলেট শাখা কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিসিএসের মোট ১১টির শাখার মধ্যে বাকি নয়টি শাখায় সাতজন করে প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

নির্বাচনের পরে একই দিনে ভোট গণনা, ফলাফল প্রকাশ ও নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০ মার্চ নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সেল ইনটেলিজেন্স সলিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী।

সদস্য হিসেবে সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভসের স্বত্বাধিকারী মো. আমির হোসেন দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অ্যাডভান্সড কম্পিউটার টেকনোলজির (এসিটি) স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরি মো. আসলাম।

ম্যাসিভ কম্পিউটার্সের প্রধান কার্যনির্বাহী শেখ মুসা কামাল মিহির এবং বিজনেস ল্যান্ড লিমিটেডের পরিচালক মো. হামিদ উল্লাহ খান আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের বিসিএসের ভোটার সংখ্যা ২ হাজার ১৫০।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD