কিনে নেওয়া তরমুজ খারাপ হওয়ার জেরে সংঘর্ষ কিনে নেওয়া তরমুজ খারাপ হওয়ার জেরে সংঘর্ষ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কিনে নেওয়া তরমুজ খারাপ হওয়ার জেরে সংঘর্ষ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৭ পাঠক

জেলায় বাজার থেকে কিনে নেওয়া তরমুজ খারাপ হওয়ার জেরে দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে জেলা সদরের শায়েস্তানগরে এ ঘটনা ঘটে।

এতে দুইপক্ষের ৭-৮ জন আহত হন।

 

পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে শায়েস্তানগরে রাজু মিয়ার দোকান থেকে একটি তরমুজ কেনেন বহুলা এলাকার সৈয়দ আলীর পরিবারের এক সদস্য। এরপর রাতে সৈয়দ আলী দোকানে এসে তরমুজ খারাপ হয়েছে জানিয়ে কৈফিয়ত চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের পক্ষ নিয়ে মোহনপুর ও বহুলা গ্রামের কিছু লোক সংঘর্ষে ঝড়িয়ে পড়েন।

এ ঘটনায় প্রথমে শায়েস্তানগরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে বাইপাস সড়কে দুইপক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান ও পরিদর্শক মোছলেহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয়পক্ষের ৭-৮ জন আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় সৈয়দ আলীর লোকজন কিছু তরমুজের ক্ষতি করেন।

পুলিশ পরিদর্শক মোছলেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, সংঘর্ষে যারা জড়িত পুলিশ তাদের পরিচয় শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD