বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বৈসাবি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৯ পাঠক

আসন্ন ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে আজ সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৈসাবি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাজার হাজার পাহাড়ি-বাঙালির অংশগ্রহণে সেটি হয়ে ওঠে সর্বস্তরের মানুষের মিলনমেলা।

উৎসবের নগরীতে পরিণত হয় খাগড়াছড়ি।

 

শুক্রবার(০৫ এপ্রিল) সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে শহর প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কার্যালয়ের মাঠে গিয়ে শেষ হয় বর্ণিল শোভাযাত্রা। সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।

এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এদিকে বৈসাবি উৎসবকে সামনে রেখে পৃথক মেলার আয়োজন করা হয়েছে। শহরের নিউজিল্যান্ড এলাকা এবং স্থানীয় অরুনিমা কমিউনিটি সেন্টারে মেলা চলছে। এতে দেশীয় ও স্থানীয় পোশাক ও নানা শৌখিন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

আগামী ১২ এপ্রিল থেকে বৈসাবির মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD