নড়াইলে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রায়হান নড়াইল সদর উপজেলার জঙ্গলগ্রাম উত্তরপাড়ার সৈয়দ মামুন ওরফে টগরের ছেলে। তবে তারা নড়াইল শহরের দুর্গাপুর এলাকায় বসবাস করেন। রায়হান জেলা শহরের একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে নড়াইলের নাকশী-চালিতাতলা সড়কের জঙ্গলগ্রাম উত্তরপাড়া মসজিদের সামনে একটি ইজিবাইক রায়হানকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর অথবা খুমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রায়হানের চাচা সৈয়দ মাজহারুল ইসলাম জানান, রায়হানকে নড়াইল হাসপাতাল থেকে রেফার করে দেওয়ার পর যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুমেক হাসপাতালে নেওয়ার পথে রায়হানের মৃত্যু হয়।