যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে মিলল যুবদল নেতার মরদেহ যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে মিলল যুবদল নেতার মরদেহ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে মিলল যুবদল নেতার মরদেহ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ পাঠক

কুমিল্লায় যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে এক যুবদল নেতার মরদেহ পেয়েছে পরিবার।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পায় পরিবার।

তবে কখন তার মৃত্যু হয়েছে তার নিশ্চিত তথ্য জানা যায়নি। এসব তথ্য জানিয়েছেন ওই যুবদল নেতার ভাই আবুল কালাম।

 

ওই যুবদল নেতার নাম তৌহিদুর রহমান। তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

আবুল কালাম জানান, আমার বাবা গত চারদিন আগে মারা গেছে। আমরা শোকে আচ্ছন্ন। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি আমাদের বাড়ি আসে। এসে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়।

তিনি জানান, আমার ভাই কখনই অস্ত্র আনতে পারে না। তার সম্পর্কে আমাদের পুরো এলাকা খুব ভালো করে জানে। আমরা বারবার বলার পরেও তারা আমার ভাইকে তুলে নিয়ে যায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ আমাদের জানায় তাকে গোমতীপাড়ের গোমতী বিলাস এলাকা থেকে তারা উদ্ধার করেছে। তিনি নাকি হাসপাতালে আছে। আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি তার মরদেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। কীভাবে কখন তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাব।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD