স্বাদে অনন্য আলু-ফুলকপির দম স্বাদে অনন্য আলু-ফুলকপির দম – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

স্বাদে অনন্য আলু-ফুলকপির দম

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ পাঠক

প্রতিবছর শীত মৌসুম এলে বাজার ও হাটগুলোতে দেখা মিলে ফুল-বাঁধাকপি, মটরশুঁটি, পেঁয়াজকলি, মুলো ও নতুন আলুর মতো সবজির। শীতে অনেকের বাড়িতে তরকারির মধ্যে ফুলকপি ও আলু থাকবেই।

বাড়িতে ফুলকপি ও আলু যতই রান্না হোক না কেন লুচির সঙ্গে আলু-ফুলকপির পদ ছাড়া যেন অসম্পূর্ণ। এছাড়া সনাতন ধর্মাবলম্বী অধিকাংশ বাড়িতেই নিরামিষ তরকারি রান্না হয়। সেখানেও বানিয়ে নিতে পারেন এই তরকারি, এতে একঘেয়ে তরকারির মাঝে ভিন্ন স্বাদের স্পর্শ দেবে আলু-ফুলকপির দম। জেনে নিন আলু-ফুলকপির দমের সহজ রেসিপি:

 

উপকরণ যা লাগবে:

আলু, ফুলকপি, মটরশুঁটি, মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, গরম মসলা, ধনেপাতা (চাইলে দিতে পারেন) ও ঘি।

রান্নার পদ্ধতি: 

আলু ও ফুলকপি ছোট ছোট করে কেটে নিন। এতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে মটরশুঁটি, আলু ও কপি আলাদা করে ভেজে তুলতে হবে। তেলে জিরা, তেজপাতা, গরম মসলা ফোড়ন দিন। আদা ও জিরা ও মরিচ বাটা তেলে দিতে হবে। আলু দিয়ে কষাতে হবে। আলু সিদ্ধ হলে ফুলকপি দিতে হবে। আরও কিছুক্ষণ কষিয়ে নামানোর সময় একটু ঘি ও মটরশুঁটি দিয়ে নামাতে হবে।  ব্যস! হয়ে গেল মজাদার আলু-ফুলকপির মজাদার দম। লুচি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই আলু-ফুলকপির দম।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD