‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
অনুষ্ঠান ঘিরে নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এই অনুষ্ঠান হবে।
সকালে পুলিশের এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার মঞ্চ প্রস্তুতের সময় থেকেই আমাদের এক প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে। সার্বক্ষণিকভাবে আয়োজকদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তারা যেভাবে চাচ্ছে সেভাবেই নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সমাবেশস্থলে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পোশাকধারী ও অস্ত্রধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমাদের ট্রাফিক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাওয়া এই নতুন দলের আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আগতদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির পক্ষে মুশফিক উস সালেহীন জানান, বেলা ১২টার পর শুধুমাত্র মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ (আড়ংয়ের দিকে) দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল।