সুযোগের পর সুযোগ হারিয়ে বিরতিতে বাংলাদেশ সুযোগের পর সুযোগ হারিয়ে বিরতিতে বাংলাদেশ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সুযোগের পর সুযোগ হারিয়ে বিরতিতে বাংলাদেশ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫ পাঠক

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ভারতের জওহরলাল স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধ নিয়ে বিরতিতে গিয়েছে বাংলাদেশ ভারত।

ম্যাচের শুরু মিনিটেই রাইট উইংয়ে লং বল বাড়ান মাঝ মাঠ থেকে। সেই বল পান ভারতের গোলরক্ষক বিশাল কাইথের কাছে। বিশালের ভুলে আবারও বল জনি। ফাঁকা গোলবারে জনির শট সাইডবারে লাগে। সেখান থেকেই শুরু এরপর ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। প্রথামার্ধে বাংলাদেশ বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তা কাজে লাগাতে পারলে প্রথমার্ধের স্কোরলাইন ভিন্ন হতে পারতো।

১২তম মিনিটে দারুন এক গোলের সুযোগ মিস করে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ভারতের গোলরক্ষক শট নিতে গেলে তা লাগে তপু বর্মনের গায়ে। ফিরতি বলে ডি-ক্সের ভেতর থাকা হৃদয় খালি পোষ্টেও গোল করতে পারেননি। তার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন শুভাশিষ বোস।

১৮ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ মিনিটে আয়ুশ ছেত্রীকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জনি। এরপর বড় ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। দলের অধিনায়ক তপু বর্মণ মাঠ ছাড়ে ইনজুরি নিয়ে। । তার পরিবর্তে মাঠে নামেন রহমত মিয়া।

ভারত প্রথম গোলমুখে শট নেয় ২৮তম মিনিটে। তবে লিস্টন কোলাসোর শট সহজেই নিজের মুঠোয় নেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। এরপর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৩০তম মিনিটে উদন্ত সিংয়ের হেড প্রতিহত করেন তারিক কাজী। ফিরতি বলে সুযোগ এসেছিল ফারুকের সামনেও। তবে তাঁর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মিতুল।

৪১তম মিনিটে আবারও হতাশ করেন জনি। শুভাশিষ ও সন্দেশ জিঙ্ঘানকে পেছনে ফেলে দৌড়ে ডিবক্সের সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু গোলরক্ষকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি এই মিডফিল্ডার।

হামজার অর্ন্তভূক্তি বাংলাদেশের খেলায় গতি যোগ করেছে। প্রথমার্ধের গোল মিসের মহড়া দ্বিতীয়ার্ধে গোলে রূপান্তরিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD