বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

বড় হারের পর এবার জরিমানাও গুনতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে

সবুজবাংলা টিভি / ৫৫ পাঠক
প্রকাশ সোমবার, ২ জুন, ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাদের।

গত বৃহস্পতিবার বার্মিংহ্যামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ২৩৮ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করায় আইসিসির নিয়ম অনুযায়ী এই অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতি অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে কম প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র পাঁচ শতাংশ কাটা হয়। সেই অনুযায়ীই এই সিদ্ধান্ত দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে কার্ডিফে মুখোমুখি হবে দুই দল। সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবীয়রা এখন শুধু ভালো পারফরম্যান্সের অপেক্ষায়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর