সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে ‘দ্বন্দ্ব তৈরির’ সমালোচনায় মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে আলোচনা হতে পারে, তবে এটিকে কেন্দ্র করে যারা দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দ্বন্দ্ব তৈরি করতে চায়, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মূল আদর্শে বিশ্বাস করে না।
সোমবার (৩০ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের আত্মত্যাগ অনস্বীকার্য, যার ৮০-৯০ শতাংশই বিএনপির পক্ষ থেকে ছিল, কিন্তু তারা নিজেদের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই পরিচয় দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ কারও একক মালিকানার সম্পত্তি নয় এবং আওয়ামী লীগের অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন কেউ না করে।
মঈন খান বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে কিছু মানুষ নিজেদের বাংলাদেশের মালিক মনে করছে। তারা রাজপথে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মামলা এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করার বিষয়টি কেন দেখতে পান না, যা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটেনি।