এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় অস্ট্রেলিয়ার

গ্রেনাডায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে অজেয় লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে প্যাট কামিন্সের দল, সামনে এখন কেবল জ্যামাইকায় হোয়াইটওয়াশের লক্ষ্য।
প্রথম ইনিংসে ২৮৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে করে ২৫৩ রান, আর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় পুরো দল। ফলে ম্যাচ শেষ হয় চতুর্থ দিনেই, ১৩৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
শেষ দিনের শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের দুই জোসেফ—শামার (৪/৬৬) ও আলজারি (২/৫২)—অস্ট্রেলিয়ার শেষ উইকেটগুলো দ্রুত তুলে নেওয়ার মাধ্যমে। কিন্তু এরপর ২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই ধস নামে ক্যারিবীয় ইনিংসে।
দ্বিতীয় ওভারেই শূন্য রানে লেগ বিফোর হয়ে ফেরেন ওপেনার জন ক্যাম্পবেল। এরপর স্টার্কের বলে কেসি কার্টি (১০) ক্যাচ তুলে দিলে শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেট পতন। ব্র্যাথওয়েট (৭) ফিরেন ওয়েবস্টারের বলে, ব্র্যান্ডন কিংকে (১৪) তুলে নেন কামিন্স।
মাঝে শাই হোপ (৩৪) ও অধিনায়ক রোস্টন চেজ (১৭) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু হ্যাজলউড ও স্টার্ক আবার জোড়া আঘাত হানেন। স্টার্ক ৩ উইকেট নেন ২৪ রানে।
শেষদিকে শামার জোসেফ (২৪) ও আলজারি জোসেফ (১৩) মোট ৫টি ছক্কা হাঁকিয়ে কিছুটা রোমাঞ্চ ছড়ালেও সেটা ছিল ক্ষণিকের। তাদের দুজনকেই ফেরান স্পিনার নাথান লায়ন, যিনি শেষ উইকেট জেডেন সিলসকে তুলে নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। লায়নের বোলিং ফিগার ছিল ৩ উইকেট ৪২ রানে।
এই তিন উইকেটের সুবাদে লায়নের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬২—মাত্র এক উইকেট দূরে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার (৫৬৩) রেকর্ড থেকে। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারের তালিকায় শীর্ষে রয়েছেন প্রয়াত শেন ওয়ার্ন (৭০৮ উইকেট)।
প্রথম টেস্টে বার্বাডোজে ১৫৯ রানে জেতার পর দ্বিতীয় টেস্টেও দাপটের জয় তুলে নিয়েছে অজিরা। জ্যামাইকায় অনুষ্ঠিতব্য তৃতীয় টেস্টে জিতলে ৩-০ তে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত হবে তাদের।
সংক্ষিপ্ত স্কোরলাইন (দ্বিতীয় টেস্ট, গ্রেনাডা):
অস্ট্রেলিয়া ২৮৬ ও ২৪৩
ওয়েস্ট ইন্ডিজ ২৫৩ ও ১৪৩
অস্ট্রেলিয়া জয়ী ১৩৩ রানে
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-০ ব্যবধানে