0 Comments

দুই ম্যাচ পর আবার উইকেট পেলেও নিজেকে মেলে ধরতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাট হাতে আবারও হতাশ করলেন তিনি।

অন্যদিকে রুংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জ্বলে উঠলেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

 

সোহানের নেতৃত্বে দুর্দান্ত জয় তুলে নিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। গায়ানায় বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন সাকিবদের দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়েছে তারা।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুবাই থেমে যায় ১৫০ রানে। আগের তিন ম্যাচেও জয় পাওয়া রংপুর গ্রুপ পর্ব শেষ করল অপরাজিত থেকে। আর সাকিবদের দল বিদায় নিল তিন ম্যাচেই হার দেখার পর।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দ্যুতি ছড়ানো সাকিব পরের তিন ম্যাচে ছিলেন একেবারেই নিষ্প্রভ। হোবার্ট ও গায়ানার বিপক্ষে রান পাননি, উইকেটও না। রংপুরের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট পেলেও ব্যাটিংয়ে ৭ বলে করেন মাত্র ৩ রান। ব্যাট হাতে শেষ ১০ টি-টোয়েন্টিতে সাত বারই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে!

ম্যাচে আলো ছড়ান রংপুরের ক্রিকেটাররা। ইনিংসের শেষ দুই বলে টানা ছক্কায় দলকে শক্ত ভিত গড়ে দেন অধিনায়ক সোহান। মাত্র ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ইফতিখার আহমেদ ৩২ বলে ৪১ রানে অপরাজিত থেকে জুটি গড়েন ৫৪ রানের।

এর আগে ওপেনিংয়ে নেমে ৪ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করেন সৌম্য। আর সাইফ হাসান ব্যাটিং না পেলেও বল হাতে বাজিমাত করেন। ৩ ওভারে ২০ রানে নেন ৩টি উইকেট, তার শিকারই হন সাকিব!

শেষদিকে আফগান কাইস আহমাদ কিছুটা উত্তেজনা জাগালেও ম্যাচ বাঁচাতে পারেননি। শেষ ওভারের দ্বিতীয় বলেই ড্রেকসকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন খালেদ আহমেদ।

আগের দুই ম্যাচে ৪টি করে উইকেট নেওয়া খালেদ এদিনও কম যাননি। ৩.২ ওভারে ১৪ রানে নেন ২ উইকেট।

তিন ম্যাচে তিন জয়ে ফাইনাল নিশ্চিত করা রংপুর রাইডার্সের গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts