July 23, 2025, 7:26 am

Notice :
Wellcome to our website...

শুরু হয়েছে নতুন ধারাবাহিক রুপনগরের শুটিং

Reporter Name 10 Time View
Update : July 23, 2025, 1:26 pm

সম্প্রতি শুরু হয়েছে নতুন মেগা ধারাবাহিক নাটক রুপনগর-এর শুটিং। ঢাকার অদূরে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্যধারণের কাজ।

নাটকটি নির্মিত হচ্ছে দীপ্ত টিভির জন্য।

 

কায়সার আহমেদের পরিচালনায় লিটু সাখাওয়াতের রচনায় রুপনগর নাটকের টাইটেল গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সংগীত করেছেন ইমন সাহা ও ওয়াহিদ শাহীন। আশিক বন্ধুর লেখা রুপনগর ধারাবাহিক নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন দোলা রহমান ও আতিয়া আনিসা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, আনিকা কবির শখ, বড়দা মিঠু, শফিউল রাজ, এমিলা হক, নাজনীন চুমকি, ইমরান হাসোসহ অনেকে।

একটানা শূটিং চলবে। এরপর প্রতিদিনের ধারাবাহিক নাটক হিসেবে রুপনগর প্রচার শুরু হবে বলে জানান পরিচালক কায়সার আহমেদ বলেন। তিনি বলেন, দীপ্ত টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল- বকুলপুর। তারই ধারাবাহিকায় এবার রুপনগর নিয়ে নতুন গল্পে, অনেক চমক নিয়ে ফিরছি আমরা। আমাদের বকুলপুরের এর দর্শকরা আশা করছি এবার রুপনগরের প্রেমে পড়বেন। তারা গল্পে, গানে, নাটকের পর্বে পর্বে রুপনগরের সঙ্গে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *