July 23, 2025, 7:25 am

Notice :
Wellcome to our website...

সম্পর্কের গুঞ্জন, শাকিব খানকে প্রশ্ন করতে বললেন মিষ্টি জান্নাত

Reporter Name 11 Time View
Update : July 23, 2025, 1:25 pm

ঢালিউডে মাঝেমধ্যেই তুমুল চর্চায় চলে সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে। তবে গত বছরের মাঝামাঝি সময়ে এই চর্চা আরও ভারী হয়।

ওই সময় গণমাধ্যমের খবর, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।

 

এরপরেই মূলত আলোচনার সূত্রপাত। ওই সময় অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে গিয়ে শাকিব খানের সঙ্গে নাম জুড়ে দেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। কারণ, ঢাকাই সিনেমার নায়িকাদের মাঝে তিনিই ডাক্তার। এরপর থেকে নানা সময়ে বিষয়টি উঠে এসেছে আলোচনায়, যা এখনও চলমান।

সম্প্রতি শাকিব খানের সঙ্গে নতু কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে মিষ্টি জান্নাতকে। যা ঘিরে অনুরাগীদের মাঝে আবারও গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কিছুদিন পর পর শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করার রহস্য কী?

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা উচিত। আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না।

তিনি বলেন, যদি প্রশ্ন থাকে, আমি সবাইকে পরিষ্কার করতে চাই- শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *