বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে করোনার হানা

সবুজবাংলা টিভি / ৩৬২ পাঠক
প্রকাশ শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

পাল্লেকেলে স্টেডিয়ামের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আর ওই স্টেডিয়ামেরই এক মাঠকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) ওই মাঠকর্মীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানা গেছে। তার সংস্পর্শে আসা ৯ জনকে ইতোমধ্যে আইসোলেশনে নেয়া হয়েছে।

শ্রীলঙ্কা দলের মিডিয়া ম্যানেজার প্রাসান্ন রদ্রিগো বলেন, মাঠে ঢোকার আগে আমাদের নিয়মিত পরীক্ষার সময় একজন অস্থায়ী কর্মী করোনা পজিটিভ হয়েছেন। যখন সে পজিটিভ আসে, তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে আমরা আইসোলেশনে পাঠিয়েছি।

গত বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের সিরিজ। কিন্তু করোনা ভাইরাসের কারণে তখন আয়োজন সম্ভব হয়নি। এরপর গত বছরের অক্টোবর-নভেম্বরে আয়োজনের চিন্তা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। কিন্তু কোয়ারেন্টাইন জটিলতায় তখনো আয়োজন করা হয়নি।

এরপর ২১ এপ্রিল বুধবার মাঠে গড়িয়েছে সিরিজের প্রথম টেস্ট। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামেই হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টও।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর