বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে গুলি, সেনা টহল জোরদার বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে গুলি, সেনা টহল জোরদার – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে গুলি, সেনা টহল জোরদার

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ পাঠক

বান্দরবানের কুহালং ইউনিয়নের চন্দ্রঘোনা সড়কের আমবাগান এলাকায় একটি চাঁদের গাড়িতে (পর্যটকবাহী গাড়ি) গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত হয়েছেন বেশ কয়েকজন।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪টার দিকে। এ ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। সেনা টহল জোরদার করা হয়েছে।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বান্দরবান থেকে একটি চাঁদের গাড়ি চন্দ্রকোনা সড়ক দিয়ে আমবাগান এলাকা পার হওয়ার সময় হঠাৎ করে পাহাড় থেকে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি চাকায় লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ হামলার ঘটনায় আহতদের উদ্ধার করে সিএনজি যোগে বাঙ্গালহালিয়া ও চন্দ্রঘোনার দিকে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও মগ পার্টি হিসেবে পরিচিত স্থানীয় সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য লড়াইয়ের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
পর্যটকবাহী গাড়িটি প্রতিপক্ষের ভেবে গুলির ঘটনা ঘটেতে পারে।
তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, তারা চাঁদের গাড়িতে হামলার ঘটনার কথা শুনেছেন। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা বিস্তারিত কিছু জানতে পারেননি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD