বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

করোনায় আরও এক পুলিশের মৃত্যু

সবুজবাংলা টিভি / ২৫১ পাঠক
প্রকাশ শনিবার, ১ মে, ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ জেলা পুলিশের এসআই নাজিম উদ্দিন। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ এপ্রিল) তিনি মারা যান।

নাজিম ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও সবশেষ নান্দাইল মডেল থানায় দায়িত্বে ছিলেন।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, গত ২৭ মার্চ নাজিমের করোনা শনাক্ত হয়। তখন বাসা থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ৫ এপ্রিল তাকে রাজারবাগ পুলিশ লাইনে ভর্তি করা হয়।

পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও এলাকায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের কর্মকর্তাদের উপস্থিতে তাকে দাফন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মারা গেছেন ৯৫ জন পুলিশ সদস্য।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর