বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে ১১৬ জনের মৃত্যু বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে ১১৬ জনের মৃত্যু – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে ১১৬ জনের মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৪৬ পাঠক

কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভারত ও নেপালে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। আরও অনেক নিখোঁজ রয়েছে।

আজ বুধবার কর্মকর্তারা এ কথা জানান।
ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরখণ্ডের কর্মকর্তারা বলেন, গত কয়েক দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে; ১১ জন নিখোঁজ রয়েছে।
দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেন, সেখানে ৩৯ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টি ও কয়েক দফা ভূমিধসে মঙ্গলবার ভোরে নৈনিতাল অঞ্চলে পৃথক ৭টি ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে; বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে।
স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের, ব্যাপক ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে।
নেপালের দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকলা পান্ডে বলেন, গত তিন দিন ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে; ৪৩ জন নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, এখনও বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আমরা এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD