বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

উইঘুর মুসলিমদের বিষয়ে বৈঠকে না বসার আহ্বান চীনের

সবুজবাংলা টিভি / ২৮৫ পাঠক
প্রকাশ রবিবার, ৯ মে, ২০২১

চীনের উইঘুর মুসলিমদের উপর কর্তৃপক্ষের চালানো নির্যাতনের প্রতিবাদে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। তবে চীনা কর্তৃপক্ষ এই বৈঠক না করার জন্য জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৬ মে) এক জাতিসংঘের চীনা প্রতিনিধি এক চিঠির মাধ্যমে এই আহ্বান জানান। খবর রয়টার্স।

চিঠি এই বৈঠককে রাজনৈতিক আখ্যা দিয়ে বলা হয়, মানবাধিকারের কথা বললেও এটি মূলত একটি রাজনৈতিক বৈঠক। জাতিসংঘের সদস্য দেশগুলোকে চীন বিরোধী এই সম্মেলনে অংশগ্রহণ না করার আহ্বান জানান হচ্ছে। এই ধরণের ঘটনায় সংঘাত আরও বাড়াবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

চীন কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, জিনজিয়াং চীনের অভ্যন্তরীণ বিষয়। রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই তারা এই কাজগুলো করছে। এর মাধ্যমে তারা চীনের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়।

চীনের উইঘুর মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের বিষয়টি সামনে এলে চীনের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায়। জিনজিয়াংয়ের উইঘুর ও তুর্কি মুসলিমদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘ ও এর সদস্য রাষ্ট্রগুলো কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর