সাঙ্গুতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, ভাই-বোন নিখোঁজ সাঙ্গুতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, ভাই-বোন নিখোঁজ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সাঙ্গুতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, ভাই-বোন নিখোঁজ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১০৫ পাঠক

বান্দরবানে তারাছা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ভাই বোন।

শুক্রবার বিকেল ৩টার দিকে তারাছা এলাকার বাদুর ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া পর্যটকের নাম মারিয়া ইসলাম (১৯)। নিখোঁজ ভাই-বোন হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও তার বোন আদনিন (১৬)।
এদিকে নিখোঁজ পর্যটকের উদ্ধারে সেখানে দমকল বাহিনী ও স্থানীয় লোকজন ও সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে বান্দরবানে বেড়াতে আসো ১০ পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদীপথে বেড়াতে যান। এ সময় তাদের মধ্যে আট জন তারাছার বাদুর ঝর্ণার পাশে সংঘ নদীতে গোসল করতে নামলে শেখ মুছায়াত তানিম গভীর জলে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধারে তার মামা মো. শামিম, চাচাতো ভাই মারিয়াম আদনিন (১৯) আহানফ আকিব (২১) ও মারিয়া ইসলাম (১৯) সহ ৫ জন উদ্ধার করতে যায়। এদের মধ্যে মারিয়া ইসলাম, আহানফ আকিব ও মারিয়াম আদনিন পানিতে ডুবে যায়। মারিয়া ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপর দুজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া শেখ তানিম জানান, গত বুধবার তারা নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বান্দরবান বেড়াতে আসেন। তিনি ছাড়া দলে অন্য কেউ সাঁতার জানতেন না। নদীতে গোসল করার সময় হঠাৎ তিনি পানির গভীরে চলে যান। এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তারাও তলিয়ে যান।
এ বিষয়ে বান্দরবান রোয়াংছড়ির ওসি মো. মান্নান জানান, নিখোঁজদের উদ্ধারের তল্লাশি চালানো হচ্ছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD