কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় মৃতের সংখ্যা ৭ । ঝড়ে গাড়ি উল্টে, গাছের ডাল ভেঙে, ইটের দেয়াল ধ্বসে মারা যান তারা।
এদের মধ্যে আতঙ্কে হার্টফেইল করে মারা গেছে একজন।
এছাড়া অনেকে আহত হয়েছেন। আহতরা জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
বেলা তিনটার দিকে হঠাৎ বৃষ্টিহীন কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় হওয়ার পর গাইবান্ধার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, দোকানপাটসহ অনেক স্থাপনা। নষ্ট হয়েছে আমের মুকুল ও আমন ধানসহ বিভিন্ন ফসল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানা যায়।
প্রশাসন এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি।